
রাজবাড়ীর পাংশা থেকে ১ টি দেশীয় পাইপগানসহ ২ টি তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
রবিবার ভোররাতে পাংশা থানাধীন গঙ্গানন্দাদিয়া এলাকা থেকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুরের সদস্যরা পাইপগান ও কার্তুজগুলো জব্দ করে।
এদিন র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ভোররাতে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন গঙ্গানন্দাদিয়া এলাকা হতে ১ টি দেশীয় পাইপগানসহ ২ টি তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে