
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছার পল্লিতে জমিতে সেচের পানি দেওয়া কে কেন্দ্র করে মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা গ্রামের চরের মাঠে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনায় জখম মাসুদ রানা উপজেলার দিগদানা (নগর) গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে। একই গ্রামের বিল্লাল হোসেন এ হামলা করেছে বলে অভিযোগে উল্লেখ করেছে মাসুদের পরিবার।
অভিযোগে জানায়, অভিযুক্ত বিল্লাল হোসেনের জমির সঙ্গে ভুক্তভোগী মাসুদ রানার জমি থাকায় দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন মাসুদ রানা দিগদানা চরের মাঠে নিজ জমি পরিদর্শন করতে যায়। এসময় তার পাটের জমির মধ্যে দিয়ে অভিযুক্ত বিল্লাল হোসেন জোর পুর্বক ড্রেন নির্মান করছিলো।এসময় মাসুদ রানা বাধা দেওয়ায় তাকে একা পেয়ে ধারালো পাশনি,কোঁদাল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় মাসুদ মাটিতে পড়ে গেলে ঘাতক বিল্লাল পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় মাসুদকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযুক্ত বিল্লাল বলেন, আমি দীর্ঘদিন ধরে এই ড্রেন দিয়ে পানি নিয়ে যায় মাসুদ হঠাৎ করে ড্রেন বন্ধ করে দিলে আমি ড্রেন বন্ধ না করতে অনুরোধ করি কিন্তু সে আমার কোন কথা না শুনে বাজে ভাবে গালি গালাজ দিতে থাকে একপর্যায়ে দুজন উত্তেজিত হয়ে হাতাহাতির এক পর্যায়ে দুজনে জখম ও আহত হই।
এ বিষয়ে,ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খাঁন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।