
পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের এক দিন পূর্বে অবৈধভাবে পরিচয় পত্র বিতরণ করার সময় অবৈধ পরিচয় পত্র হাতেনাতে ধরে ফেলল মোস্তাক-জালাল পরিষদ।
তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় কেরানিকে বহিষ্কার ও অবৈধ পরিচয় পত্র বাতিল করলো নির্বাচন কমিশন।
আজ ১৮ই এপ্রিল শুক্রবার বিকেলে নির্বাচনের একদিন পূর্বে অনিয়ম তান্ত্রিকভাবে শ্রমিকদের পরিচয় পত্র বিতরণ করছিল কেরানি। এ সময় ৩টি পরিচয় পত্র সহ হাতেনাতে ধরে ফেলে মোস্তাক- জালাল পরিষদের সদস্যরা।
এ বিষয়ে তারা নির্বাচন কমিশনারের কাছে শতাধিক পরিচয় পত্র বিতরণ করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ করলে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মনজুর হোসেন পলাশ অবৈধ তিনটি পরিচয় পত্রের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে কেরানি আহসান সরকার টুকুকে বহিষ্কার ও ওই তিনটি পরিচয় পত্র বাতিল করেন।
অভিযোগের বিষয়ে সায়েম-লাবূ সরদার পরিষদ জানান,এটা আমাদের বিষয় নয় সম্পূর্ণ নির্বাচন কমিশনার বিষয়। কমিশন যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নিব।
জানা যায়,আগামীকাল ১৯ এপ্রিল রোজ শনিবার পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেল হচ্ছে মোস্তাফিজুর- জালাল পরিষদ ও অপর প্যানেলটি হচ্ছে ছায়েম-লাবু সরদার পরিষদ।এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩৮৭ জন। আগামীকাল ১৯ শে এপ্রিল শনিবার এ ইউনিয়নের অফিস প্রাঙ্গনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।