
আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় থেকে সামাদের মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গর্ত, ধুলো ও উঁচু-নিচুর কারণে প্রতিদিন হাজারো মানুষ, যানবাহন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়রা জানান, এই রাস্তাটি বান্দাইখাড়া, সিদ্ধেশ্বরী, সামাদের মোড় ও আশেপাশের গ্রামগুলোর সাথে আত্রাই সদরের প্রধান সংযোগ সড়ক। কিন্তু রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে,
বর্ষাকালে পানি জমে কাদায় পরিণত হয়, আর শুষ্ক মৌসুমে ধুলোর কারণে চোখ-মুখ খুলতে কষ্ট হয়। স্কুলগামী শিশু, কর্মচারী ও ব্যবসায়ীরা প্রতিদিন এই রাস্তা ব্যবহার করলেও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো কাজ হয়নি।
একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, “রাস্তাটি মেরামতের জন্য কয়েক বছর ধরে আবেদন জানালেও কোনো লাভ হয়নি। ছোট গাড়ি বা মোটরসাইকেল চালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ।”এ বিষয়ে আত্রাই উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার এর সাথে কথা হলে তিনি জানান, আমি যোগদানের পর সার্ভে করে রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাবনা অনুমোদন জন্য পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি, দীর্ঘ সূত্রিতা বাদ দিয়ে যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। এই রাস্তা দ্রুত মেরামতের দাবি জানিয়েছে হাটকালুপাড়া ইউনিয়নবাসী, পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।