
তজুমদ্দিন উপজেলার পরিচিত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চালানো মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। তারা এই অপপ্রচারকে দলের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা বলে আখ্যা দিয়েছেন।
তৃণমূল বিএনপির একাধিক নেতা জানান, আব্দুল গফুর দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম ছিল সুসংগঠিত ও গতিশীল। অথচ আজ তাকে নিয়ে অপপ্রচারে মেতেছে এমন কিছু ব্যক্তি, যাদের রাজনীতির সঙ্গে বাস্তবিক কোনো সম্পৃক্ততা অতীতে দেখা যায়নি।
একজন স্থানীয় নেতা বলেন, “যারা এখন আব্দুল গফুরকে নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের অধিকাংশই অতীতে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। আন্দোলন কিংবা সংগঠনের কোনো কর্মসূচিতেও তাদের অংশগ্রহণ দেখা যায়নি। অথচ আজ তারা নিজেদের বড় নেতা দাবি করে দলে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
তৃণমূল নেতাকর্মীরা এসব অপপ্রচারকারীদের ‘দলের দুশমন’ আখ্যা দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলের ঐক্য ও শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি আহ্বান জানান, যেন এমন উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
তারা আরও বলেন, “আবদুল গফুরের মতো ত্যাগী নেতাদের পাশে দাঁড়িয়ে দলকে সুসংগঠিত করাই এখন সবচেয়ে জরুরি। বিভ্রান্তি নয়, ঐক্যই হোক বিএনপির শক্তি।”