
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার টেগরা গ্রাম থেকে অপহরণের ২৫ দিন পর অপহৃত কিশোরীকে বগুড়া থেকে উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজিদুল ইসলাম জানান, বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের টেগরা গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদুজ্জামান সহ ৫ জন মিলে গত ২৪ মার্চ একই গ্রামের ৯ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। তিনি ব্যাপক অনুসন্ধানের পর শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে অপহৃতাকে বগুড়া থেকে উদ্ধার করেন।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, উদ্ধার হওয়া কিশোরীকে শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।