
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছে বায়তুন নুর ফাউন্ডেশন। দেশের বিভিন্ন প্রান্তে থেকে আর্থিক ভাবে অসচ্ছল ধর্ম প্রান মুসলমানদের মধ্যে যারা জীবনে একবার হলেও উমরাহ পালনের ইছুক তাদেরকে সম্পূর্ণ ফ্রি উমরাহ পালনের সুযোগ করে দিচ্ছে এই ফাউন্ডেশন । প্রতিবছর রমজানে ইতেকাফ পালনকারীর মুছুল্লিদের মধ্যে থেকে বাছাই করা হয়ে থাকে।
জীবনে একবার হলেও কাবা শরীফ জিয়ারত ও উমরা পালন প্রতিটি মুসলমানের আকাঙ্ক্ষা। তবে অর্থনৈতিক কারণে অনেকের কাছে এটি সম্ভব হয় না, সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতেই ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ।
ওমরাহ পালনকারী কয়েকজন বলেন, আমরা কখনো কল্পনা করিনি যে কাবা গিয়ে ওমরা পালনের সৌভাগ্য হবে। বাইতুল নূর ফাউন্ডেশন সেই স্বপ্ন আমাদেরকে পূরণ করে দিয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি যেন এই ফাউন্ডেশন আরো মানুষের উপকার করতে পারে।
বাইতুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ বাইজিদ বোস্তামী বলেন, আমরা বিশ্বাস করি কেবল শিক্ষা, খাবার ও জামা কাপড় দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন মুসলমানের আর্থিক চাহিদা ও ইবাদতের আকাঙ্খা কেউও মূল্য দিতে হবে। আমাদের ফ্রি ওমরা কর্মসূচি সেই চিন্তার ফসল। আমরা চাই যার অর্থ নেই তারাও যেন একবার আল্লাহর ঘরে গিয়ে ইবাদত স্বাদ গ্রহণ করতে পারে। আমাদের এই কর্মসূচি বৃহৎ পরিসরে পরিচালনার কল্পনা রয়েছে।
উল্লেখ্য যে ২০১৮ সাল শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, ইয়াতিম ও বিধবাদের সহায়তায়সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বায়তুন নুর ফাউন্ডেশন।