
পমেক হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডা. শামিম আল আজাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাময়িক বরখাস্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
জানা গেছে,
১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সকল চিকিৎসক এবং পমেক ও নার্সিং ইনষ্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উক্ত মেডিকেল কলেজ হাসপাতালের
চতুর্থ ব্যাজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার মারিয়া, সাদিয়া রহমান, তৌহিদুল ইসলাম, সুবর্ণা ভৌমিক দূর্বা,পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল মেডিকেল এসিস্ট্যান্ট ইন্টার্ন তিথি প্রমূখ। বক্তারা তাদের বক্তব্য বলেন,
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ডাঃ শামিমুল আজাদ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সাময়িক দরখাস্ত প্রত্যাহারের দাবি করে প্রশাসনের কাছে। তদন্ত কমিটির কাছে দাবি করে মূল সত্যটা যাচাই করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়। তানাহলে দুই দিনের মধ্য সাময়িক বরখাস্ত প্রত্যাহার ও নিরাপত্তা না দিতে পারলে স্বাস্থ্য সেবা বন্ধ করে দেয়া হবে।