
খুলনা রূপসা:পুলিশ যে জনগণের বন্ধু তা আবারও প্রমাণ করলেন খুলনার ডিআইজি মো: রেজাউল হক পিপিএম ।
রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামে টিনের ছাউনি ও চারপাশে মাটির দেওয়াল দিয়ে বসবাস করতেন স্বামী পরিতোক্তা দিনমজুর হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা।
স্বামী সন্তান কেউ নেই তার। সে একা বসবাস করতেন ওই কুঁড়ে ঘরে। ভোর হলেই তিনি চলে যেতেন অন্যের জমিতে কাজ করার জন্য ফিরতেন দুপুরবেলা। এভাবেই চলত তার জীবন জীবিকা।
গত ১৯ মার্চ ভোরবেলা তিনি অন্যের জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আনুমানিক সকাল আটটার দিকে বৃদ্ধা জানতে পারেন তার বসত ঘরটি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ।
বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম বিষয়টি জানতে পেরে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে বৃদ্ধা মহিলার নতুন ঘর তৈরি করার সকল ব্যবস্থা করেন।
বসত ঘরটি বসবাসের উপযোগী তৈরি করে
গত বুধবার (১৬ এপ্রিল) নতুন ঘরটি তিনি দেখতে আসেন এবং বৃদ্ধা মহিলার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা খোঁজ খবর নেন।
ঘরের মধ্যে ব্যবহারিত সকল মালামাল ডিআইজি রেজাউল হক তিনি উপহার দেন অসহায় বিধবা হালিমাকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জনাব রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান l