ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরে ফসলি জমি কাটার মহোৎসব
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন
নওগাঁয় বিজিবি’র অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের স্মরণসভা
আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন
কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আ’লীগের ৫ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আ’লীগের নেতা আটক
নাটোরে বিএসটিআই’র অভিযান : তিন বেকারি কারখানাকে মামলা ও জরিমানা
ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি
পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
জামালখান এলাকায় পাহাড় কেটে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে চউকে’র অভিযান
ঝিকরগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার
উলিপুরে নাশকতা বিরোধী অভিযানে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ২

মোবাইল হারালে হতাশ না হয়ে ধৈর্য্য ধরার আহ্বান তেজগাঁওয়ের ডিসির,একমাসে উদ্ধার ২৫১টি

মোবাইল ফোন যেমনি মানুষের শখের জিনিস তেমনি এতে ব্যক্তিগত অনেক তথ্য সংরক্ষিত থাকে। মোবাইল ফোন হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে অনেক বিপর্যয়ের মুখে পড়তে হয়। তবে ফোন হারালে হতাশ না হয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকালে মোহম্মদপুরের খিলজী রোডে তেজগাঁও বিভাগের অফিসে এক সংবাদ সম্মেলনে একথা বলে তিনি।

ইবনে মিজান বলেন, “মোবাইল হারানোর বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পর্যায়ের অফিসারদের নিয়ে মোবাইল উদ্ধারকারী টিম গঠন করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ। এতে ফোকাল পারসন হিসেবে আছে সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রাব্বানি ও জিয়াউর রহমান। তাদের তদারকির দায়িত্বে আছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও তেজগাঁও জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা ও মো. আলমগীর কবির।

তিনি জানান, তেজগাঁও বিভাগের ছয় থানায় আসা জিডির ভিত্তিতে মাসে ২৫১ মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলের অনুমানিক দাম ৫০ লাখ টাকা। এছাড়া টিম গঠনের পর ৩৭৫টির অধিক মোবাইল উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের ডিসি জানান, এই টিম বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে, তথ্যপ্রযুক্তির সহয়তায় মোবাইল উদ্ধার করে থাকে। তবে মোবাইল ফোন বন্ধ থাকলে সেটি উদ্ধার করা কঠিন। চালু হলে বিভিন্ন প্রক্রিয়ায় উদ্ধার করা হয়। এজন্য ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “তেজগাঁও বিভাগে মোবাইল উদ্ধারকারী দল মোবাইল উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে গত এক মাসে উদ্ধার হওয়া ২৫১ মোবাইল তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে। এসময় হারানো ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান তারা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ