ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরে ফসলি জমি কাটার মহোৎসব
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন
নওগাঁয় বিজিবি’র অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের স্মরণসভা
আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন
কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আ’লীগের ৫ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আ’লীগের নেতা আটক
নাটোরে বিএসটিআই’র অভিযান : তিন বেকারি কারখানাকে মামলা ও জরিমানা
ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি
পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
জামালখান এলাকায় পাহাড় কেটে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে চউকে’র অভিযান
ঝিকরগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার
উলিপুরে নাশকতা বিরোধী অভিযানে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ২

সুনামগঞ্জের বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার কালাম-জব্বার বদলি

সুনামগঞ্জ জেলা পুলিশের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র’র ঘুস দুর্নীতিতে জড়িত দুই গুণধর পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে।
বুধবার সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ স্বাক্ষরিত আদেশে প্রশাসনিক কারনে দুই পুলিশ অফিরসাকে বদলি করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ হেডকোয়ার্টার।
বদলিকৃতরা হলেন, তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী, তদন্ত্র কেন্দ্রর টুআইসি এএসআই আব্দুল জব্বার। এর মধ্যে কালামকে আপাতত দূর্গম হাওর থানা ধর্মপাশা, জব্বারকে দুর্গম হাওর থানা শাল্লায় বদলি করা হয়।
তাহিরপুর থানার ওসিকে ১৮ এপ্রিলের মধ্যে দ্রত ছাড়পত্র দেয়ার নির্দেশনা দেয়া হয়।
প্রসঙ্গত, সুনামগঞ্জ থেকে প্রতাাহারকৃত পুলিশ হেডকোয়ার্টারে রিপোটকৃত এসপি আ.ফ.ম আনোয়ার হোসেন খানকে ম্যানেজ করে মাত্র দেড় মাসের মাথায় এএসআই আব্দুল জব্বার তাহিরপুর থানার সীমান্ত চোরাচালান প্রবণ , জাদুকাটা নদীর খনিজ বালি পাথর কেন্দ্রিক থানা এলাকার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে পোষ্টিং বাগিয়ে নেন। একই পথে থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসাবে টানা দু’মেয়াদে থাকার পর মোটা অংকের ঘুস দিয়ে বাদাঘাট পুরিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ হিসাবে পোষ্টিং বাগিয়ে নেন এএসআই আবুল কালাম চৌধুরী।
পোষ্টিং পেতে তাদেরকে তদবীরে সহযোগিতা করেন তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন।
এরপর আর কালাম –জব্বারকে পেছনে ফিওে তাকাতে হয়নি। ওসি আর সাবেক এসপি দেখানো পথে জাদুকাটা নদীর খনিজ বালি পাথর চুরিতে গোপন সহযোগিতা, নদীতে সেইভ ড্রেজার চালানো, নদীর পাড় কাটা, নদীর এপার- ওপার বালি পাথর কোয়রি করানো ভারতীয় মাদক, বিড়ি, চিনি, ফুসকা, মসলা, কসমেটিকস, কয়লা চোরাচালান সহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িতদের সহযোগিতা করে নিজেরা এমনকি বুলবুল ওরফে ফির্টিং বুলবুল নামে পেষাদার এক মাদক ও চোরাকারবারি কারবারি সোর্সকে দিয়ে দু’হাতে কামাতে থাকেন লাখ লাখ টাকা।
সম্প্রতি গভীর রাতে তদন্দ্র কেন্দ্রের ব্যারাকে ফিটিং বুলবুল চেয়ার টেবিলে বসে গুণে গুণে ঘুসের চাঁদাবাজির টাকার বান্ডিল তুলে দেয় তদন্ত্র কেন্দ্রর টু আইসি এএসআই আব্দুল জব্বারের হাতে। জব্বার তখন খালী ঘায়ে খটিয়ায় বসে টাকার বান্ডিল বুঝে নিতে থাকেন। এমন একটি ভিডিও কান্ডে জড়িয়ে পড়ে নানা শ্রেণি পেশার মানুষজনও সুশীল সমাজের নিকট বিতর্কে ফেলেন গোটা পুলিশ বাহিনী বাহিনীকে।
বুধবার বদলি ও অভিযোগ প্রসঙ্গে জানতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী, তদন্ত্র কেন্দ্রর টুআইসি এএসআই আব্দুল জব্বারকে ফোন করা হলে তারা এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
বুধবার তাহিরপুরর থানার পুলিশ পরিদর্শক আব্দুল কাদের বলেন, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশ অফিসারের বদলি বিষয়টি শুনছি, আদেশের কপি আসলে তাদেরকে দ্রত ছাড়পত্র দেয়া হবে।

শেয়ার করুনঃ