

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে আমরা কমলাপুরের সন্তান (আকস)’র উদ্যােগে ঔষুধি বৃক্ষ রোপন কর্মসূচি -২০২৫ অনুষ্ঠিত। জানা গেছে, ২৪ অক্টোবর শুক্রবার সকাল১০টায় পটুয়াখালীর কমলাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি’র শুভ উদ্ভোদন করা হয়। উক্ত সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক হাওলাদার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,পটুয়াখালী। আকস’র সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান দেলোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন খান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম( সজল), পটুয়াখালী সদর উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) তাফছীরুল হক মুন ও কমলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।এ সময় আকসা’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান ও স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. রিফাত তামান্না প্রমি সহ ইউনিয়নের গন্যমান্যব্যক্তির্গ ও আকস’র সদস্যবৃন্দ ও সাংবাদিকরা এবং উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।