ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঝিকরগাছায় বিএনপির দু ‘গ্রুপের সংঘর্ষ এক কর্মীর মৃত্যু, গ্রেফতার ৬
নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁতে আ’লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ
পাঁচবিবিতে ছাত্রনেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার-৪
নোয়াখালীতে শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
ডাটাবেইজ বিশ্লেষণ করে ছিনতাই চক্র শনাক্ত করা হচ্ছে: যুগ্ম কমিশনার
নওগাঁয় বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেফতার সাত
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি,অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭ ডাকাত
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মকাণ্ড করলেই ব্যবস্থা:রেজাউল মল্লিক
আত্রাইয়ের পতিসরে কবিগুরুর কাচারী বাড়িতে শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্র উৎসব
ঝালকাঠিতে ‘অপারেশন ডেবিল হান্ট’: আ’লীগের ৪ নেতা গ্রেফতার
রাজাপুরে গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে আত্মগোপনে এনজিও মালিকরা: প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির দু’টি আসনে আমির হোসেন আমু সহ ১২ জনের মনোনয়নপত্র দাখিল

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত। সংসদীয় আসন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) এবং ঝালকাঠি- ২ (সদর-নলছিটি) এই দু’টি আসনে ১২ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

এদের মধ্যে ঝালকাঠি-১ আসনে আওয়ামীলীগের বজলুল হক হারুন, ব্যারিষ্টার শাহজাহান ওমর, জাতীয় পার্টির (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাকের পার্টির আবুবক্কর সিদ্দিক, তৃনমুল বিএনপির জসিম উদ্দিন তালুকদার, এবং সতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন, নুরুল আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

অপরদিকে ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন এমরান, জাকের পার্টির প্রার্থী মো. ফারুক আহম্মেদ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ফোরকান হোসেন নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ তথ্য নিশ্চিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

 

মনোনয়নপত্র দাখিল পরবর্তী প্রতিকৃয়ায় আমু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশবাসী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন। আমি সেই প্রত্যাশায় একমত পোষন করে নির্বাচনে অংশ নিয়েছি। এসময় আমির হোসেন আমু এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অন্যদিকে আওয়ামীলীগ নেতা এম মনিরুজ্জামান মনির স্বতন্ত্র নির্বাচন করার কারন ব্যাখ্যা করে গনমাধ্যমকে জানান, ‘দলীয় মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি থাকবেনা আওয়ামী লীগের। কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে না আসে এমনটাই দলীয় প্রধানের নির্দেশনা ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দূরদর্শী সিদ্ধান্তে রাজাপুর-কাঠালিয়ার সর্বস্তরের জনগণের সমর্থনে আমি প্রার্থী হয়েছি।

 

দু’টি আসনের নির্বাচন কর্মকর্তারা জানান, ‘মনোনয়নপত্র দাখিলের পর ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। আগামী ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রার্থীরা ঐ দিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত তাদের নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। ভোট হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

 

এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ঝালকাঠিতে আমির হোসেন আমু এবং রাজাপুরে মনিরুজ্জামানের সমর্থনে উৎসব মুখর পরিবেশে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত ছিলো। এই দুই নেতার দু’টি আসনে মোটর শোভাযাত্রা ও শ্লোগান সরব ছিলো দলটির
ও সমর্থকরা।

কর্মীক্যাপশন

১) ঝালকাঠি-২ আসনে মনোনয়ন দাখিল করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু

২) ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ নেতা এম মনিরুজ্জামান মনির।

শেয়ার করুনঃ