ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
কালিগঞ্জে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের কমিটি গঠন সভাপতি ইমরান  সম্পাদক রিজভী
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ
চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি শোভাযাত্রায় আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফুলবাড়ী থানার বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ আটক ১
পুশইন ঠেকাতে সীমান্তে কারফিউ জারির আহবান জানিয়েছেন :সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপের ভেতর মিললো ছিনতাইকারীর চোখ উপড়ে ফেলানো মরদেহ
কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ
কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ঝিকরগাছায় বিএনপির দু ‘গ্রুপের সংঘর্ষ এক কর্মীর মৃত্যু, গ্রেফতার ৬
নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁতে আ’লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ
পাঁচবিবিতে ছাত্রনেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার-৪
নোয়াখালীতে শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাংবাদিক’কে হাত-পা ভেঙ্গে ফেলাসহ হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দৈনিক খোলা কাগজ জেলা প্রতিনিধি ও মাটিরাঙ্গায় কর্মরত পার্বত্য নিউজ প্রতিনিধি মো: এনামুলর হক কে হাত পা ভেঙ্গে ফেলাসহ হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। হুমকি দাতা মো: আবু বক্কর ছিদ্দিক একটি প্রতিষ্ঠানের আর্থিক ক্যালেঙ্কারীসহ একাধিক প্রতারণার অভিযুক্ত মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের শিক্ষক। বুধবার (২৯ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে দশটায় মাটিরাঙ্গা উপজেলা মাধমিক শিক্ষা অফিস কক্ষে এ হুমকি দেয়া হয় তাকে।

ঘটনা সূত্রে জানা যায়, আবু বক্কর ও সাংবাদিক এনামুল হক স্কুল জীবনের ভালো বন্ধু ছিলো। সে সূত্রে বক্কর মাস্টারসহ উভয় পরামর্শ ক্রমে অনিবন্ধিত মাটিরাঙ্গা বহুমুখি সমবায় সমিতি লি: পরবর্তীতে (রেজি: ২৮৯ মাটি, খাগড়াছড়ি)দর প্রতিষ্ঠাতা সদস্য হয় এনামুল হক। পেশা গত দায়িত্বের কারণে তিনি ঢাকায় থাকেন। পরে তাই সরল মনে বন্ধুত্বের বিশ্বাসে প্রয়োজনীয় ডুকোম্যান্ট রাখা হয় বক্কর মাস্টারের কাছে। পরবর্তীতে সমিতি নিবন্ধন কালে জালিয়াতী করে এনামুল হকের স্থলে বক্কর মাস্টারের কাগজ পত্র দিয়ে সমিতির নিবন্ধন কাজ সম্পন্ন করে।

বিষয়টি জানা জানি হলে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষে গত ১৬ নভেম্বর ২০১২ সমিতির সভাপতি বরাবর আবেদন করা হয়। তারই প্রেক্ষিতে ৬ মার্চ ২০১৩ ইং সন্ধায় সমিতির নেতৃবৃন্দ ও এলাকার মান্যগন্য গনের উপস্থিতে শালিশ অনুষ্ঠিত হয়। সমিতির শেয়ারভ্যালু বিবেচনায় সমিতির নেতৃবৃন্দ ও বাদি বিবাদি উভয়ের স্বাক্ষরে শালিশ নামায় ৩০ মার্চ ২০১৩ইং তারিখের মধ্যে বাদি এনামুল হক কে ৯০ হাজার ফেরৎ দেয়ার সিধান্তে উপনিত হয়।

তবে স্বাক্ষরিত শালিশ নামা বাদি কে না দিয়ে তৎকালীন সমিতির সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন নিয়ে যায় এবং শালিশ নামার ফটোকপি বাদিকে দেওয়া হয়। সমিতির সিদ্ধান্তের পর আত্মসম্মান বিবেচনায় বিচারের জন্য কারো সরনাপর্ন না হয়ে নিকটস্থদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয়।

সর্বশেষ মাটিরাঙ্গা সেনা জোনে লিখিত আবেদনের সিদ্ধান্ত নিলে সে জানতে পেরে বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা শিক্ষা অফিসে দেখা হলে সাংবাদিক আবু রাসেল সুমন ও অফিস সহকারী মামুনুর রশিদের সামনে এনামুল হকের হাত পা ভেঙ্গে হত্যার হুমকি দেয় মো: আবু বক্কর ছিদ্দিক।

প্রত্যক্ষদর্শী আবু রাসেল সুমন ব‌লেন, সকা‌লে উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা অ‌ফি‌সে কাজ শে‌ষে ফেরার সময় শিক্ষা অ‌ফি‌সে আগ থে‌কে বসে থাকা আবু বক্কর আমা‌কে একটু বসার জন্য অনুরোধ জানালে আ‌মি ব‌সি। তখন তি‌নি ব‌লেন, আপ‌নি যার সা‌থে হাট‌তে‌ছেন সে খারফ লোক। আমার ব‌্যাপা‌রে সে বি‌ভিন্ন মানু‌ষের কা‌ছে অ‌ভি‌যোক‌রে। আ‌মি তার হাত পা ভে‌ঙ্গে দিব।

এ ঘটনার সত্যতা হুমকিদাতা মো: আবু বক্কর ছিদ্দিক বলেন, আমার আর তার মধ্যে এক সময় সম্পর্ক ছিলো। সে পেইজ বুকে স্ট্যাটাস কি দিয়েছে দেখেন। সে সূত্র ধরে তার হাত-পা ভেঙ্গে দেওয়ার বিষয়টি অন্য এক ব্যাক্তির সাথে তিনি শেয়ার করেছেন বলে স্বীকার করেন।

শেয়ার করুনঃ