ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ৫ দিন বন্ধ থাকিবে ফেরি চলাচল
হোমনায় ২০ কেজি গাঁজসহ মাদক কারবারি আটক
কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল গ্রেপ্তার
বিরামপুরে বালুভর্তি মেসি’র চাপায় একশিশু নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার
এক যুগ ধরে গুম:ওয়ারেন্ট নিয়ে বিএনপি নেতার বাসায় যাওয়া পুলিশ সদস্য প্রত্যাহার
প্রাইমএশিয়ার পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেফতার
ঝিকরগাছায় দাদার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপার চেষ্টায় প্রভাবশালীরা
খুলনায় দেশ সংযোগ পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
পার্বতীপুরের হরিরামপুর ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে
পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার : দুই যুবকের কারাদণ্ড
আবদুল হামিদের দেশত্যাগ: তদন্ত কমিটি গঠন, এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
নোবিপ্রবি’তে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা
জীবননগরে আবারো মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১

এখন সময় এসেছে নিজ এলাকায় জনগনের কল্যাণে কিছু করার আসলাম আল মেহেদী

আলমগীর হোসেন কালিগঞ্জ ব্যুরো,

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা ৪ আসনের তৃণমূল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. আসলাম আল মেহেদী।মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেনন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ড. আসলাম আল মেহেদী। তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির পদপ্রার্থী হিসেবে সাতক্ষীরা ৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনে প্রতিদন্দিতা অংশগ্রহন করছি। আমি মনে করেছি ব্যাক্তি হিসেবে দেশ ও বিদেশের ডক্টরেটসহ অনেক সনদ পেয়েছি। এখন সময় এসেছে নিজ এলাকায় জনগনের কল্যাণে কিছু করার। সিদ্ধান্ত নিয়েছি এবং দৃড়ভাবে শফত নিয়ে সেই লক্ষে আমি এ নির্বাচনে অংশগ্রন করেছি। অবদান রাখতে চাই সংসদীয় আসনের অবহেলিত জনপদের মানুষের কল্যাণে।
আমি চাই সংবাদপত্রের মাধ্যমে আমার চাওয়াকে প্রচারিত করবেন। এই জনপদে আমি বিশেষ অবদান রাখতে চাই। শিক্ষিত, মার্জিত ও সর্বজন গ্রহনযোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করবেন। আশানুরূপ উন্নয়ন সাতক্ষীরা ৪ আসনে হয়নি। সড়ক ও জনপদে উন্নয়নের তেমন ছোয়া লাগেনি। আমি নির্বাচিত হতে পারলে জনগনের চাওয়া ও পাওয়াকে প্রাধান্য দিয়ে কাজ করবো। সেক্ষেত্রে সাংবাদিক বৃন্দের বেশি সহযোগিতা করার আহবান জানাই। মতবিনিময় সভার বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ রুবেল হোসেন। এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে আসন্ন নির্বাচন সংক্রান্ত নানান বিষয়ে প্রশ্ন করেন এবং ড. আসলাম আল মেহেদী প্রত্যেকটি প্রশ্নের জবাব দেন। মত বিনিময় সভাটি পরিচালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু। মতবিনিময় সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, শিক্ষক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ