ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুর থেকে নারী কাউন্সিলর মাহফুজা আক্তার গ্রেফতার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
কালিগঞ্জে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের কমিটি গঠন সভাপতি ইমরান  সম্পাদক রিজভী
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ
চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি শোভাযাত্রায় আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফুলবাড়ী থানার বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ আটক ১
পুশইন ঠেকাতে সীমান্তে কারফিউ জারির আহবান জানিয়েছেন :সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপের ভেতর মিললো ছিনতাইকারীর চোখ উপড়ে ফেলানো মরদেহ
কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ
কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ঝিকরগাছায় বিএনপির দু ‘গ্রুপের সংঘর্ষ এক কর্মীর মৃত্যু, গ্রেফতার ৬
নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁতে আ’লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ
পাঁচবিবিতে ছাত্রনেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার-৪

পাইকগাছা উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

খুলনা জেলার পাইকগাছা উপজেলার অনির্বাণ লাইব্রেরির আয়োজনে ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়ন ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, ‘ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি সুখী সমৃদ্ধিশালী দেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা সময় ছিল বেশিরভাগ মানুষ কোন রকমেই খেয়ে পরে বেঁচে থাকতো। এখন আর সেই দিন নেই। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায় এখন দেশের কোন মানুষকে না খেয়ে থাকতে হয় না। তিনি আরোও বলেন, কৃষক হচ্ছে এ দেশের মূল চালিকা শক্তি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে এ দেশের কৃষকরা। কিন্তু জনবহুল দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি কৃষিকে যান্ত্রিকরণ করতে হবে।’

অনির্বাণ লাইব্রেরীর সভাপতি ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা’র সভাপতিত্বে ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের এ্যাসিস্টান্ট সেল্স ম্যানেজার কৃষিবিদ জাকিরুল ইসলামের সঞ্চালনায় “বাঁচলে কৃষক বাঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরার জেলার তালা এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৫০০ (পাঁচ শতাধিক) কৃষকের মাঝে ০১ (এক) বিঘা পরিমাণ জমির বোরো ধান উৎপাদনের জন্য কীটনাশক ও বীজ-সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

উক্ত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম; উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ; ঢাকা ব্যাংকের অ্যাগ্রিকালচার ব্যাংকিং ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ কাতেবুর রহমান; পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার কৃষিবিদ রফিকুল ইসলাম; উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম মনিরুল হুদা এবং ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ