ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দুমকি উপজেলায় ছদ্মবেশে চলছে মাদকের রমরমা ব্যবসা

পটুয়াখালী জেলার দুমকি উপজেলাস্থ বিভিন্ন এলাকায় চলছে জমজমাট মাদক ব্যবসা, আসক্ত হচ্ছে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়। দুমকিতে হাত বাড়ালেই ভিন্ন পেশার মানুষ যত বাড়ছে বিভিন্ন প্রকারের দেশী বিদেশী লোকের সমাগম ঘটছে । প্রশাসন নামে মাত্র মাঝে মধ্যে চালাচ্ছে মাদক
অভিযান।

থানা পুলিশ র্নিবিকারে বেডে়ই চলছে মাদক সেবন, বিক্রিতে ছিনতাই সহ বিভিন্ন আপরাধ মূলক র্কমকান্ড। মাদকের বিরুদ্বে রুখে দাড়ালে ভবিষ্য একদম মেধাশূন্য হয়ে পড়বে বলে আশাংকা করেছেন অভিভাবকরা। দিনে বেচা বিক্রি, সেবন চললেও সন্ধ্যার পর বৃদ্ধি পেয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজারের অলিতে গলিতে চায়ের দোকান রেস্তেরায় কিংবা গাঁজার আসর বসে বিভিন্ন গোপন স্থানে মাদক উপজেলার পাংগাশিয়া, লেবুখালী, আংগারিয়া, শ্রীরামপুর, মুরাদিয়ায় প্রায় র্অধশত স্থানে। ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, মদ খেয়ে অনেকে মরণ নেশায় জডি়য়ে যায়। তারা মাদক পেতে সাংকেতিক শব্দ ব্যবহার করে থাকে। অনুসন্ধানে জানা যায়, মাদক সেবন কারীদের মধ্যে স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যাই অনেক বেশি। অটো রিকশা, রিকশা, মাহেন্দ্রা, মটরসাইকেল চালকরাও সেবন ও বিক্রি করছে। বিপদগামী সন্তানের ভবিষ্য নিয়ে চিন্তায় পরেছেন পিতা মাতা নিকটাত্মীয় স্বজন। এমনকি মাদকাসক্ত সন্তানের অত্যচারে অনেক পরিবার লোকজনের কাছে না বললেও অতিষ্ঠ হয়ে পডে়ছেন। কেউ কেউ ঘর থেকে নগদ র্অথ র্স্বনালংকার কিংবা সম্পদ নিয়ে চুরি করে বিক্রি করে নেশা করেন। বাধা দিতে গিয়ে অনেক পিতা মাতা তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এমনকি এসব নেশার টাকা জোগারে তারা রাস্তা ঘাটে ছিনতাই র্পযন্ত করে থাকে। উপজেলার বিভিন্ন পয়েন্টে সন্ধ্যা নামলেই দল বেধে নেশার জন্য বসে মাদকাসক্তরা। এবং মোবাইলে গেইম জুয়াও খেলে টাকা দিয়ে। প্রতিদিন মাদকের রমরমা ব্যবসা ও সেবন চলছে। থানা পুলিশের নাকের ডগায় এসব ঘটনা দিন দিন ঘটছে উপজেলার মাদক প্রধান রুট লাউকাঠি খেয়াঘাট থেকে উপজেলার র্অধশত পয়েন্টে বিস্তার লাভকরে। এছাড়াও পাতাবুনিয়া খোয়াঘাট, লেবুখালী ফেরিঘাট, চরগরবদী ফেরিঘাট, মুরাদিয়া ভক্তবাডি়, দিয়েও বিভিন্ন পয়েন্টে মাদক প্রবেশ করছে। উপজেলার মাদকের চিহ্নিত স্থানগুলোর মধ্যে দুমকি থানাব্রীজ, সিনেমা হল এছাড়াও পিরতলা বাজারের
উত্তর মাথায়, হাসপাতাল, দুমকি মাদরাসা ব্রীজ, জনতা কলেজ, ফারর্মাস ব্যাংক, শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী বাসস্ট্যান্ড, জামলা বাজার তালুকদার হাট, গাবতলী বাজার , মুরাদিয়া ইউনিয়নের কলবাডি় বাজার, নুতন মজুমদার হাট, র্বোড অফিস বাজার কদমতলা বাজার, আংগারিয়া
ইউনিয়নের আবাসন , পাতাবুনিয়া লঞ্চঘাট, নদীর পাডে়, আংগারিয়া বাজার, পশ্চিম ঝাটরা স্কুল বাডি়র পিছনে, পশ্চিম ঝাটরা পোলের গোরায়, আংগারিয়া হক রাইচ এজেন্সী চাল শুদামের কাছে, মদন বাডি়র পিছনে, কালিবাডি়র পোলের কাছে, মহরাজ বাডি়, কালর্ভাট, পাঙ্গাশিয়া ইউনিয়নের কামিল মাদ্রাসা, ধোপার হাট, আলগীর স্কুল, হাজির হাট, মুন্সির বাজার এলাকা সহ বেশ কিছু স্থানে দিন রাত চলছে মাদক সেবন ও ব্যবসা।
বিভিন্ন সূত্র জানায়, থানা পুলিশের অসাধু কিছু সদস্যকে ম্যানেজ করে চালাচ্ছে মাদক ব্যবসায়ীরা র্নিভিঘ্নে র্দীঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে। দুমকি থানার ওসি বলেন, র্বতমানে দুমকিতে মাদকসেবী ও বিক্রেতারা নিয়ন্ত্রণে আছে। আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪