ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ৫ দিন বন্ধ থাকিবে ফেরি চলাচল
হোমনায় ২০ কেজি গাঁজসহ মাদক কারবারি আটক
কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল গ্রেপ্তার
বিরামপুরে বালুভর্তি মেসি’র চাপায় একশিশু নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার
এক যুগ ধরে গুম:ওয়ারেন্ট নিয়ে বিএনপি নেতার বাসায় যাওয়া পুলিশ সদস্য প্রত্যাহার
প্রাইমএশিয়ার পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেফতার
ঝিকরগাছায় দাদার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপার চেষ্টায় প্রভাবশালীরা
খুলনায় দেশ সংযোগ পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
পার্বতীপুরের হরিরামপুর ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে
পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার : দুই যুবকের কারাদণ্ড
আবদুল হামিদের দেশত্যাগ: তদন্ত কমিটি গঠন, এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
নোবিপ্রবি’তে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা
জীবননগরে আবারো মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১

কুড়িগ্রামে পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠত।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে শনিবার ( ১৮ নভেম্বর ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অক্টোবর/২৩ মাসের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটিন, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন সরকারী দায়িত্ব সুষ্ঠ-সুন্দর, সততা ও নিষ্ঠার সাথে পালন করার জন্য মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রাপ্ত ১০ জনকে এবং কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ০৮ জনকে সম্মাননা স্মারক এবং পুরষ্কার প্রদান করা হয়।

আইজিপি পুরষ্কার প্রাপ্তরা হলেন:

কুড়িগ্রাম থানায় কর্মরত এসআই নিরস্ত্র মো. আব্দুল কাদের, উলিপুর থানায় কর্মরত এসআই নিরস্ত্র মো. আরিফুর রহমান, এসআই নিরস্ত্র মো. মিজানুর রহমান, এসআই নিরস্ত্র মো. আব্দুল বাতেন, অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা মো. আশিকুর রহমান, ডিবি কুড়িগ্রামে কর্মরত এসআই নিরস্ত্র মো. আঃ বাশির, কনস্টেবল মো. আইনাল হক, নামাজের চর তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই নিরস্ত্র মো. শামীম মন্ডল, নাগেশ্বরী থানায় কর্মরত এসআই নিরস্ত্র প্রভাত চন্দ্র, রৌমারী থানায় কর্মরত এসআই নিরস্ত্র মো. এনামুল হক।

কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রাপ্তরা হলেন:

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ভূরুঙ্গামারীর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান, শ্রেষ্ঠ থানা হিসেবে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, শ্রেষ্ঠ এএসআই কুড়িগ্রাম থানার এএসআই নিরস্ত্র মো. শওকত আলম, শ্রেষ্ঠ ডিএসবি সদস্য হিসেবে ডিএসবিতে কর্মরত এএসআই নিরস্ত্র ওয়াজেদ আলী, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে মো. সোহাগ এবং শ্রেষ্ঠ নারী কনস্টেবল হিসেবে মোছা. আদুরী আক্তার।

মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় বিগত মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করা সহ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্নরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম সজ জেলা পুলিশের সকল থানা/ইউনিট ইনচার্জবৃন্দ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ