ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু 

 সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় গাড়ী উল্টে দুই প্রবাসী তরুণ রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন।

 সৌদিআরব স্থানীয় সময় গত শনিবার (১১ নভেম্বর) আনুমানিক ভোর সাড়ে ৬টায় রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই প্রবাসী বাংলাদেশি হলেন-মো: ফারদিন খান (২৩)। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো: বাবুল খানের সন্তান এবং মো: রাশেদ (৩২), তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের মো: তারা মিয়ার সন্তান ।

তথ্যে জানা যায়,কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে তারা নিহত হয়। বর্তমানে তাদের লাশ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।তাদের মৃতদেহ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এ দুর্ঘটনায় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪