ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সৌদিতে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু 

 সৌদি আরবের রাজধানী রিয়াদে  ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রায়হান(২২নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার  ( নভেম্বররাতে  রাজধানী রিয়াদে উক্ত ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রায়হান সিলেট  সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

তথ্যে জানা যায়গত শুক্রবার ( নভেম্বরসকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরথেকে সৌদি আরবের রাজধানী  রিয়াদের উদ্দেশে রওনা দেন রায়হান। পরে শনিবার ( নভেম্বররাতে রিয়াদেপৌঁছান তিনি। এবং ( ৫ নভেম্বর) রবিবার  রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন, পুলিশ এসে লাশ ময়নাতদন্ত করতে নিয়ে গেছে, ময়নাতদন্তে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ, তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হার্ট অ্যাটাক জনিত কারনে তার মৃত্যু হয়েছে ।

নিহতের মৃতদেহ স্থানীয়  হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪