ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মহাসমাবেশ,২৮ অক্টোবরের সহিংসতায় ৩৬ মামলা, আসামি ১৫৪৪

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনকে। এছাড়া আজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি এই তথ্য জানান।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা রুজু করা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনসহ অজ্ঞাতনামা আরও অনেককে।

ডিএমপি বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪