ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তানোরে গলায় ফাঁদ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। এঘটনায় তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোকুল গ্রামে। মৃতের নাম আনসার আলী (৫৫)। তিনি মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়া পাড়া মহল্লার মৃত ইয়াদ আলীর পুত্র। তিনি তানোর পৌর এলাকার গোকুল গ্রামে ঘর জামাই থেকে স্ত্রী সন্তান নিয়ে সংসার করে আসছিলেন।

পুলিশ ও এলাকা বাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বেল দুপুরে পুকুরিয়া মহল্লার একটি আম বাগানের আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, নিহত আনসার আলীর পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪