ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি সেবার লক্ষে উজিরপুর ব্লাড ডোনেট ক্লাব

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা বাজারে অবস্থিত উজিরপুর ব্লাড ডোনেট ক্লাব এর ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

শ্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির সেবার লক্ষে উজিরপুর ব্লাড ডোনেট ক্লাব এই স্লোগানে ২৭ আক্টবর শুক্রবার জমকালো আয়োজনে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেম্বার এসোসিয়েশনের উজিরপুর উপজেলার সভাপতি মোঃ আশ্রাব আলী রাড়ী। আরো উপস্থিত ছিলেন সমাজসেবক বাবুল হোসেন খান, মোঃ টুটুল মোল্লা, সমাজসেবক সাইদুর রহমান ইকবাল।

বক্তব্য রাখেন উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের সক্রিয় সদস্য মোঃ ইসমাইল হোসেন কাইউম রাড়ী, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সবুজ হাওলাদার।

প্রতিষ্ঠানটির সদস্যরা জানায় ২০১৯ সালে উজিরপুর ব্লাড ডোনেট ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ যাবৎ ৩৬৯ জন রোগীকে ফ্রিতে রক্ত দান করেন। ভবিষ্যতেও মানুষের জন্য সেচ্ছায় উজিরপুর ব্লাড ডোনেট ক্লাব এর কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪