ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৫

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৫ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ( ২৭ অক্টোবর ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন।

তিনি জানান, রৌমারী থানা পুলিশ শুক্রবার ( ২৭ অক্টোবর ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউনিয়নের চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের টিনশেড ঘরের বারান্দায় জুয়া খেলা অবস্থায় একই গ্রামের মো. আকাশ আলী (২২), মো. চান মিযা(৩০), মো. সামিউল ইসলাম (২২), মো. সুজা মিয়া (২৫), মো. জাহিদুল ইসলাম(৩৫) নামে ৫ জনকে গ্রেফতার করা হয়। এসম জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪