ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাগমারায় আ’লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান চৌধুরীর মৃত্যুতে জাকিরুল ইসলাম সান্টু’র  শোক প্রকাশ

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী ইন্তেকাল করেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে সন্তানাদী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর বাড়ি মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী দীর্ঘদিন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। উপজেলার তৃনমুল আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪