ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ফরিদপুরে বিপুল পরিমান মদকসহ আটক ১

ফরিদপুরে ফেনসিডিল ও বিদেশী মদসহ ১ যুবককে গ্রেফতার করেছে র‌্যব-১০। আজ২৩ অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুরের ব্রাহ্মনকান্দা এলাকা মাদক কারবারি মো. ওয়াসিম হাওলাদার বাতেনকে আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ধাইসার এলাকার মৃত. মো. ইসমাইল হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, বাতেন একজন পেশাদার মাদক কারবারি। অভিযানে তার কাছ থেকে ২০৮ বোতল ফেন্সিডিল ও এবং ২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক বাতেন বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলো।

গ্রেফতার বাতেনের বিরুদ্ধে ফরিদপুর তানায় একটি মাদক মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪