ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চলমান তাপদাহে সুস্থ থাকতে একগুচ্ছ পরামর্শ ডিএনসিসি প্রশাসকের
ডেমরায় ৮ লক্ষাধিক টাকার জালনোটসহ গ্রেফতার ২
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় একই সিঙ্গেল এলাকায় দুটি স্থানে দুটি ট্রেনের বগি লাইনচ্যুত
রাজধানীতে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৫
ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে:স্বরাষ্ট্র উপদেষ্টা
যমুনা ও সচিবালয়সহ ঢাকায় যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ
আবদুল হামিদের দেশত্যাগ: তদন্তের পর দোষী সবার বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
পটুয়াখালী এলএ শাখার চিহ্নিত দালালদের লাগাম টানার কেউ নেই : অফিস কর্তৃপক্ষ নিরব
ফুলবাড়ীতে তিন সমন্বয়কের পদত্যাগ
আত্রাইয়ে ধান সিদ্ধ-শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ১৬
কুমিল্লা সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার
মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ঢাকায় গ্রেফতার
ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরু

তজুমদ্দিনে নারীদের নিয়ে উন্নয়ন ও শান্তি সমাবেশ

ভোলার তজুমদ্দিনে ‘মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই স্লোগানে তজুমদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুবমহিলা লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বেগম শীলার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রায় দুই হাজার মহিলা কর্মি নিয়ে উন্নয়ন শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে বেলা ১২ টায় যুব মহিলা লীগের সভাপতি মিনা আলমের সভাপতিত্বে অপর একটি সমাবেশ চাঁদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে প্রায় ২ হাজার নারী নিয়ে সদর রোডে একটি উন্নয়ন শোভাযাত্রা করেন যুব মহিলা লীগের নেতা কর্মিরা।

দুটি অনুষ্ঠানেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, “সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি,বহির্বিশ্বের কাছে তারা, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। বাংলাদেশ সরকারের এত উন্নয়ন তাদের সহ্য হয় না, যখন তারা বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে কোন লাভ হয় নি, ঠিক তখনই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে অনেক অতিথি পাখিরা ও সুযোগ সন্ধানিরা আসবে। তারা বিএনপি জামাত জোটের সাথে আতাত করে বিভিন্ন ষড়যন্ত্র করার পায়তারা করছে। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন এই লালমোহন-তজুমদ্দিনে কোনো ষড়যন্ত্রকারীর ঠাই হবে না। কেই যদি লালমোহন-তজুমদ্দিনের শান্তির নীড়কে অশান্তি করার পায়তারা করে তাহলে এই এলাকার জনগনকে সাথে নিয়ে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন, তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, শ্রমিক লীগের সভাপতি আব্দুল হালিম টুটুল, সাধারণ সম্পাদক আবুল হাসেম মহাজন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক হাসান, সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, যুবলীগের উপজেলা সহ-সভাপতি সেলিম রেজা, ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ,সম্পাদক অপু চৌধুরী প্রমুখ।

শেয়ার করুনঃ