ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ফরিদপুরে এ কে আজাদের দুর্গা মন্দিরে অনুদান প্রদান

ফরিদপুরের হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একে আজাদের পক্ষ থেকে ফরিদপুর পৌরসভার ৯৪ টা দুর্গা মন্দিরে অনুদান প্রদান করা হয়।
এ উপলক্ষে আজ শনিবার বিকালে শহরতলী কবি জসীমউদ্দীন হল রুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে এবং পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ননী গোপাল রায় এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সদস্য বাবু বিপুল ঘোষ, বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ন সম্পাদক অশোক কুমার রাহূত সহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে এ ধারা অব্যাহত রাখতে হবে।
এজন্য সবাইকে ভেদাভেদ ভূলে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে পরবর্তী মোট ৯৫ টি দুর্গা মন্দিরে দশ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪