ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান আক্রমণের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসলিম জনতা। বিক্ষোবে নেতৃত্ব দিয়েছে ইমাম সমিতি, ঝালকাঠি।

শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় বায়তুল মোকারম মসজিদের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের দখল করা জায়গা ফিরিয়ে দিতে হবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্বদেশে ফেরার অধিকার দিতে হবে।

বক্তারা আরো বলেন, ‘সাম্রাজ্যবাদী আমেরিকার সমর্থনের কারণেই ইসরায়েল এতটা নৃশংস হতে পারছে। মার্কিন সাম্রাজ্যবাদ তার স্বার্থের জন্য দেশে দেশে সহিংসতা ও গণহত্যা ঘটিয়েছে। আমাদের এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হবে।

সমাবেশে শেষে দোয়া মুনাজাত করেছেন ইমাম সমিতির সভাপতি, বায়তুল মোকারম মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই নিজামী।

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪