ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ-পরিষ্কার-পরিছন্নতা সপ্তাহ উদ্ভোধন

ইউনিসেফ-এর সহযোগিতায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিছন্নতা সপ্তাহ ২০২৩ এর উদ্ভোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আজ ১৯শে অক্টোবর সকাল ১০ টায় রাজধানীর রেডিসন হোটেল হলরুমে অনুষ্ঠিত হয়। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার রোধে এর প্রজনন স্থান নষ্ট করা ও এই বিষয়ে সচতেনতা তৈরির লক্ষ্যে সারা দেশের ৬৪ জেলায় ১৮

হাজারেরও অধিক স্বেচ্ছাসেবী একযোগে সপ্তাহব্যাপী এই কার্যক্রমে অংশগ্রহণ করছে।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক সপ্তাহ ব্যাপী কার্যক্রমের উদ্ভোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, মো: তাজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশ এর ভারপ্রাপ্ত প্রতিনিধি  এ্মা  ব্রিগহাম ও ডব্লিওএইচও এর ভারপ্রাপ্ত প্রতিনিধি ডা, আ্যান্থনি সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ।

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪