ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৪ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার মৃত হানিফের মেয়ে আনোয়ারা (৪০), মুনুসুর আলীর মেয়ে আনোয়ারা বেগম (৩৬), মৃত সেকেন্দার আলীর মেয়ে মেরিনা (৪৬) ও উপজেলার ৩নং খাঁন ইউনিয়নের মৌপুকুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী ইতি (২৭)।

সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানা যায়,মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ এর একটি দল জয়পুরহাট রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভিতরে অভিযান চালান। অভিযান চালিয়ে চার নারীকে আটক করে শরীল তল্লাশি করিয়া বডি ফিটিং অবস্থায় ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক তাদের গ্রেফতার করেন।

এ বিষয়ে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার শেখ সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালিয়ে চার জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে বডি ফিটিং অবস্থায় ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সান্তহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪