ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে ৯ কেজি গাঁজাসহ অটো উদ্ধার

কুড়িগ্রামে ৯ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত অটো উদ্ধার করা হয়।

সোমবার ( ১৬ অক্টোবর ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন।

তিনি জানান, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার দুপুরে ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মৌজার কলমদারটারী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নাগেশ্বরী হতে ফুলবাড়ী গামী পাকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি গাঁজা এবং ১টি অটো চার্জার গাড়ি জব্দ করে।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ

স্বত্ব © ২০২৩ সকালের খবর ২৪