

আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা কালিগঞ্জ – আশাশুনি-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের হাড়িভাঙ্গা মৎস্য সেটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে বক্তৃতাকালে কাজী আলাউদ্দীন বলেন,“তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। আগামী জাতীয় নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হতে হবে। কারণ ধানের শীষই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।”
তিনি আরও বলেন,“দেশে আজ মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ আন্দোলন ও অংশগ্রহণ অপরিহার্য। আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন—সেখানে ধানের শীষের বিজয় মানে হবে জনগণের বিজয়।
সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন তরুণ কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন,“আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, মাঠে থাকব, জনগণের পাশে থাকব। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব, যেখানে ন্যায়বিচার, উন্নয়ন ও মানুষের অধিকারই হবে মূল ভিত্তি।
”কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ কর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে জাতীয় পতাকা ও ধানের শীষের প্রতীকে সমর্থন জানিয়ে কর্মীরা শপথ নেন—আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং ধানের শীষকে বিজয়ী করবেন।