ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
খিলক্ষেতে তিন সন্ত্রাসী সেনাবাহিনীর হাতে গ্রেফতার
মোহাম্মদপুর থেকে নারী কাউন্সিলর মাহফুজা আক্তার গ্রেফতার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
কালিগঞ্জে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের কমিটি গঠন সভাপতি ইমরান  সম্পাদক রিজভী
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ
চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি শোভাযাত্রায় আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফুলবাড়ী থানার বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ আটক ১
পুশইন ঠেকাতে সীমান্তে কারফিউ জারির আহবান জানিয়েছেন :সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপের ভেতর মিললো ছিনতাইকারীর চোখ উপড়ে ফেলানো মরদেহ
কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ
কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ঝিকরগাছায় বিএনপির দু ‘গ্রুপের সংঘর্ষ এক কর্মীর মৃত্যু, গ্রেফতার ৬
নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁতে আ’লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি দুর্বৃত্তের হামলায় নিহত

চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলার প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান (৯০) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারবর্গ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান ২৫ আগস্ট সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়ে পড়লে চাঁদপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন‍্য নেওয়া পথে তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ।পরভর্তিতে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

সোমবার (২৬ আগষ্ট) বাদ জোহর সংক্ষিপ্ত পরিসরে তাঁর জানাজা নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধার স্বজনরা ক্ষোভ নিয়ে বলেন, গত ৫ আগষ্টের ঘটনার পর তিনি খুব একটা বাড়ির বাহিরে যেতেন না।কিন্তু রবিবার (২৫ আগষ্ট) সন্ধ্যার আগে বাড়ির উঠানে বসে থাকার সময় কতিপয় দুষ্কৃতিকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রবীণ আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন প্রধানের উপর এই নিশংসয় হামলা চালায় ।ওই সময় তাঁর আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

মরহুমের স্ত্রী পারুল পারভিন(৭৩) বলেন, ওনাকে (জয়নাল আবেদীন প্রধান) এম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া পথে উনি মৃত্যুবরণ করেন।চাঁদপুর সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আওয়ামীলীগ করার কারণে তাঁকে মব সৃষ্টি করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।এছাড়া ওনার একমাত্র ছেলে পরিবার নিয়ে দীর্ঘদিন প্রবাসে থাকেন।

হামলার বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে চাইলে কেউ ভয়ে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের উপর যারা হামলা করেছে তারা ছিলেন বহিরাগত এবং হামলা শেষে তারা নারায়ে তাকবীর,আল্লাহু আকবার বলে মিছিল করতে করতে পালিয়ে যায়।তবে স্থানীয়দের সহায়তায় এই হামলার ঘটনা ঘটেছে বলে ও অভিযোগ আছে।এই নিশংসয় হত্যাকান্ডের সাথে জড়িত সকল’কে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন মরহুম বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের স্বজনরা।

হামলাকারীদের বিচার চাওয়াতে বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের পরিবার’কে স্থানীয় দুর্বৃত্ত প্রভাবশালী একটি মহল প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করছেন যা নিয়ে মরহুমের বীরমুক্তিযোদ্ধার পরিবার ভবিষ্যতে নিরাপত্তার জন‍্য উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে।

শেয়ার করুনঃ