রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬), পানিতে মৃত্যু হয়েছে তার।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর স্কুল সংলগ্ন নদীঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আমির হামজা দুলালপুর গ্রামের সৌদি প্রবাসি মোঃ মহিউদ্দিন এর ছোট ছেলে ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শেণির শিক্ষার্থী।
জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর তার খেলার সাথির সাথে নদীর ঘাটে যায়। এক পর্যায়ে সে নদীতে নেমে গোসল করতে থাকে। এমন সময় নদী দিয়ে একটি ট্রলার এর ঢেউ এসেড় তাকে ভাসিয়ে নিয়ে যায়। নদীর ঘাটে গোসল করতে থাকা মানুষজন হঠাৎ তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। এসময় কয়েকজন পানিতে নেমে তাকে খুঁজতে থাকে। কিছু সময় পর পানির বুদ বুদ দেখতে পেলে সেখান থেকে তাকে উদ্ধার করে তুলে আনা হয়। এরপর তাৎক্ষণিক তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।