কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : দীর্ঘ ১১ মাসের রক্তক্ষয়ী সংঘাত ও অগণিত প্রাণহানির পর অবশেষে মধ্যপ্রাচ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে হামাস ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে। এই চুক্তিকে বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মতোই আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশের উপকূলীয় শান্তিপ্রিয় জনপদ কলাপাড়ার জনগণ।এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুম্মা কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক “শান্তি সমাবেশ” অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাইদুর রহমান, ফিসারী মসজিদের ইমাম মাওলানা ফেরদৌস, স্থানীয় তৌহিদী জনতা মাহবুবুল আলম নাইম, সোয়েবুর রহমান সোয়েব ও নজরুল ইসলাম সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনের মানুষের দীর্ঘদিনের অবরুদ্ধ জীবন, ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় আজ বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। এই যুদ্ধবিরতি কেবল অস্ত্রবিরতি নয়—এটি মানবতার আহ্বান, ন্যায়ের পথে ফেরার এক নতুন সূচনা।”বক্তারা আরও বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কেবল যুদ্ধবিরতি নয়,বরং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, গাজায় পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং মানবাধিকার রক্ষায় জাতিসংঘসহ বৈশ্বিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।সমাবেশে উপস্থিত বক্তারা ফিলিস্তিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এছাড়া যুদ্ধাহতদের সুস্থতা, নিহতদের রুহের মাগফিরাত এবং ফিলিস্তিনের স্থায়ী শান্তি ও ন্যায়বিচারের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব সাইদুর রহমান।