রবিউল হোসাইন সবুজ কুমিল্লা প্রতিনিধি:
কারা নির্যাতন ও রাজনৈতিক মিথ্যা মামলার শিকার হয়ে দীর্ঘ সময় ফেরারি জীবন ও কারাবরণ শেষে অবশেষে স্থায়ী জামিন পেলেন লাকসাম-মনোহরগঞ্জের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা ও যুবনেতা সাইমুন রহমান রকি।
মহামান্য হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “প্রায় দুই বছরের ফেরারি জীবন এবং সাড়ে তিন মাসের কারাবরণের পর আজ কিছুটা স্বস্তি ও শান্তি অনুভব করছি। আলহামদুলিল্লাহ। আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মিথ্যা হত্যা মামলা করা হয়েছিল। এতে শুধু আমি নয়, আমার পরিবারকেও ভীষণ কষ্ট সহ্য করতে হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার এই দুঃসময়ে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সহযোদ্ধারা আমাকে নানা ভাবে সহযোগিতা করেছেন। এজন্য তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞ।”
লাকসাম-মনোহরগঞ্জের তরুণ প্রজন্মের নয়নের মণি খ্যাত সাইমুন রহমান রকি সবসময় কর্মীদের পাশে থেকে কাজ করেছেন। তার নেতৃত্বগুণে মুগ্ধ হয়ে অনেকেই তাকে আগামী দিনের আলোর দিশারি বলে উল্লেখ করেন।
এসময় তিনি লাকসামের প্রয়াত বিএনপি নেতা মহরম তাজুল ইসলাম খোকনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “খোকন ভাই ছিলেন লাকসামে বিএনপির সত্যিকারের রাজনীতিবিদ। তিনি কেয়ামত পর্যন্ত মানুষের মনে অম্লান হয়ে থাকবেন।”
তিনি আরো বলেন, যার কথা স্মরণ না করলে নয়, লাকসাম মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা লাকসামের সাবেক সংসদ সদস্য কর্নেল অব. আনোয়ারুল_আজিম তিনি মৃত্যুর আগে যেমন সবার কাছে জনপ্রিয় ছিলেন এবং মৃত্যুর পরও আজীবন সবার মনে থাকবে, এটা আমার বিশ্বাস।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সাইমুন রহমান রকির স্থায়ী জামিনের খবরে নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।