

ইমতিয়াজ আহমেদ ইমন, মাভাবিপ্রবি প্রতিনিধি :অক্টোবর মাসব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৫ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এমবিএসটিইউ) Cyber Security Club কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়।
প্রোগ্রামের মূল বিষয় ছিল “সাইবার নিরাপত্তা সচেতনতা”। এর অংশ হিসেবে ক্লাবের সদস্যরা টাঙ্গাইলের সন্তোষ এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে—
১️⃣ ইসলামী বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়,
২️⃣ সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, এবং
৩️⃣ সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে
সচেতনতামূলক ক্লাস, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ আচরণ, অনলাইন প্রতারণা থেকে রক্ষার উপায়সহ সাইবার নিরাপত্তার মৌলিক ধারণাগুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের কর্মসূচি তাদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করেছে এবং ভবিষ্যতে নিজেদের ডিজিটাল জীবন আরও সুরক্ষিত রাখতে অনুপ্রাণিত করেছে।
সাইবার সিকিউরিটির প্রতি সাধারণ শিক্ষার্থীদের আগ্রহ গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাওয়ার প্রচেষ্টা ব্যক্ত করেছেন মাভাবিপ্রবি সাইবার সিকিউরিটি ক্লাবের একদল তরুণ শিক্ষার্থী