

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে সৌদি আরব থেকে কোরবানির ৩৩ কার্টুন দুম্বার মাংস এতিমখানায়, হিজরা ও বেদে সম্প্রদায়ের মধ্যে বিতরণ করা হয়েছে।
শনিবার (০১নভেম্বর ) বিকালে উপজেলার এতিমখানা, হিজারা ও অসহায়, দরিদ্র বেদে সম্প্রদায়ের মধ্যে সৌদি আরব কর্তৃক প্রেরিত দুম্বার মাংস বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার উপকারভোগী হিজারা, বেদে সহ এতিমখানার শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থপনা এবং ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক সৌদি আরবের কোরবানির দুম্বার ৩৩ কার্টুন মাংসের মধ্যে উপজেলার ৩২টি এতিমখানায় ও ১টি কার্টুন হিজরা ও বেদে সম্প্রদায়ের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, সৌদি আরব সরকার কর্তৃক দুম্বার মাংস বিতরণ একটি বার্ষিক উদ্যোগ, যার মাধ্যমে তারা বিশ্বজুড়ে দরিদ্র, অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর কাছে কোরবানির মাংস পৌঁছে দেয়। এ ধারাবাহিকতায় বকশীগঞ্জে ৩৩ কার্টুন দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়েছে যা উপজেলার ৩২টি এতিমখানায় ৩২কার্টুন ও হিজারা, বেদে সম্প্রদায়ের মধ্যে ১ টি কার্টুন বিতরণ করা হয়।
এভাবে দুম্বার মাংস অসহায়, দুঃস্থ ও এতিমখানায় বন্টনের জন্য হিজরা, বেদে সহ এতিমখানার শিক্ষরা ধন্যবাদ জানিয়েছেন উপজেলা প্রশাসনকে।