ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩২
কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ৫ দিন বন্ধ থাকিবে ফেরি চলাচল
হোমনায় ২০ কেজি গাঁজসহ মাদক কারবারি আটক
কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল গ্রেপ্তার
বিরামপুরে বালুভর্তি মেসি’র চাপায় একশিশু নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার
এক যুগ ধরে গুম:ওয়ারেন্ট নিয়ে বিএনপি নেতার বাসায় যাওয়া পুলিশ সদস্য প্রত্যাহার
প্রাইমএশিয়ার পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেফতার
ঝিকরগাছায় দাদার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপার চেষ্টায় প্রভাবশালীরা
খুলনায় দেশ সংযোগ পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
পার্বতীপুরের হরিরামপুর ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে
পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার : দুই যুবকের কারাদণ্ড
আবদুল হামিদের দেশত্যাগ: তদন্ত কমিটি গঠন, এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
নোবিপ্রবি’তে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা

সার্জেন্টের নামে চাঁদাবাজি,জুতার ভেতরে মিললো ৩৫ হাজার টাকা

রাজধানীর মিরপুর থানার সেকশন ২ নম্বর এলাকা থেকে ট্রাফিক পুলিশের সার্জেন্টের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মো. রাজু (৩২)। এ সময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেও ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মিরপুরে ট্রাফিক পুলিশের সার্জেন্টের নামে প্রতারণার অভিযোগে রাজু (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রতারণার ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রতারনার পর জুতার নীচে এসব টাকা লুকিয়ে রাখা হয়। গ্রেফতারের পর এসব টাকা জুতার ভেতর থেকে উদ্ধার করা হয়। গ্রেফতার রাজু একজন প্রতারক। তিনি সবাইকে পরিচয় দেন পুলিশ কর্মকর্তার ‘লোক’ হিসেবে।

ওসি মহসীন আরও বলেন, গ্রেফতার রাজু প্রচার করেন সার্জেন্ট আশরাফের কাজ করেন। অথচ এই নামে কোন সার্জেন্ট নেই! কিন্তু আশরাফুর জামান আশরাফ নামে তিনি ভিজিটিং কার্ডও ছাপিয়েছেন। সেই কার্ড বিভিন্ন স্থানে দিয়ে তিনি প্রতারণা করে থাকেন। আজ সাহাবুদ্দীন নামে একজনকে স্বল্পমূল্যে ব্যাটারি বিক্রির নামে ৩৫ হাজার টাকা নেন। এরপর ব্যাটারি এনে দিচ্ছেন বলে পালিয়ে যান। পরে পুলিশের কাছে অভিযোগ দিলে রাজুকে ২ নং সেকশন থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাজুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ