

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের ৮ম মৃত্যু বার্ষিকীতে মরহুম এমকে আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রদলের সদস্য সচিব এবং কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাকসুদা রীমা।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে হোমনা এমকে আনোয়ারের বাস ভবনে অবস্থিত মরহুম এমকে আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন তিনি।
এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মরহুম এমকে আনোয়ার স্যার ছিলেন মাটি ও গণমানুষের নেতা। তিনি গরীব, দুঃখী মানুষ সহ সকলের পাশে থেকে কাজ করে গিয়েছেন। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে মানুষের সাথে থেকে কাজ করে তাদের ভালোবাসা অর্জন করা যায়। হোমনা-মেঘনা-তিতাসের উন্নয়নে তিনি নিরলস ভাবে করে গেছেন। কীর্তিমানের মৃত্যু নেই, তিনি আমাদের কাছে কীর্তিমান হয়ে আছেন।তার আদর্শে উজ্জীবীত হয়ে আমরা পূর্বে যেমন কাজ করে গিয়েছি, ভবিষ্যতেও কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইজুদ্দিন সাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির নীরব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহপরান, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ নাইম ইসলাম, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সরকার, হোমনা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান প্রমুখ।