

আলমগীর হোসেন, কালিগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক বিকাশে অনুপ্রেরণা যোগাতে “কিশোর কণ্ঠ ফাউন্ডেশন” সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫।
শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার কালিগঞ্জ সরকারি কলেজ সহ মোট ৮ টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা ব্যতীত জেলার বাকি ছয়টি উপজেলার বিভিন্ন কেন্দ্রে প্রায় ৩,১০০ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে।
কালিগঞ্জ সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না থেকে চিন্তা, জ্ঞান ও মেধার পূর্ণ বিকাশ ঘটাক। একটি মেধাভিত্তিক, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়াই কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মূল লক্ষ্য।”
পরীক্ষা চলাকালে উপস্থিত অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এমন ইতিবাচক আয়োজন শিশুদের মধ্যে প্রতিযোগিতা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়ায়। আমরা চাই এই ধরণের উদ্যোগ প্রতিবছর অব্যাহত থাকুক।”