সরাইল উপজেলা প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড অংশের সড়কটি আগামী বুধবার পরিদর্শনে আসবেন সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান। স্থানীয় লোকজনের দাবি, উপদেষ্টার আগমন উপলক্ষে এই সড়কে তোড়জোড় করে সংস্কার কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, গত শনিবার থেকে অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। বিশ্বরোড গোলচত্বরে কয়েক স্তরে ইট ও বালু বিছানো হয়েছে।
এদিকে সংস্কার কাজের জন্য মূল মহাসড়কটি বর্তমানে অনেকটাই সংকোচিত হয়ে পড়েছে। এতে মহাসড়কে যানবাহন গুলো স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় যানজট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা রোকন উদ্দিন বলেন এক বছর ধরে সওজের লোকজনের মাথায় ছিল না। এখন উপদেষ্টা আসবেন বলে সড়ক মেরামত করা হচ্ছে। তাকে দেখানোর জন্য কাজ করা হচ্ছে।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মো: মোশারফ হোসাাইন বলেন, বৃষ্টির কারণে সড়কে গর্ত ভেসে ওঠে। এতে গাড়ি আটকে যায় ও ধীরগতিতে চলতে গিয়ে যানজট দেখা দেয়।
সওজের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল গণমাধ্যমকে বলেন, জরুরি ভিত্তিতে জনদুর্ভোগ লাঘবে সওজের উদ্যোগে কাজ শুরু হয়েছে। তিন স্তরের ইট বিছানো হলে যানজট সৃষ্টি হবে না।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, যানজট নিরসনে নিয়মিত কাজ করে যাচ্ছেন হাইওয়ে পুলিশ সদস্যরা। তবে সংস্কার কাজের জন্য ভোগান্তির মাত্রা আরও বেড়েছে। ভোগান্তি লাঘবে স্থায়ীভাবে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।