স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী খাস জমি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেনের বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাসাড়া ইউনিয়নের হাসাড়া মহিলা মাদ্রাসার সামনে সরকারি খাস জমি দখল করে দুইটি দোকান নির্মাণ করছে আবুল হাশেমের ছেলে বিল্লাল হোসেন। সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দোকান নির্মাণকারী বিল্লাল হোসেন বলেন, জাগায় খালি পড়ে রয়েছে তার জন্য দুইটি দোকান নির্মাণ করেছি। এটা সরকারি জায়গা আপনি কিভাবে দোকান নির্মাণ করছেন এ প্রশ্নের জবাবে সে কোন সদ উত্তর দিতে পারেনি।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।