স্টাফ রিপোর্টার আলিফ হোসেন:
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নারীদের মাঝে শারদীয় শুভেচ্ছা স্বরূপ শাড়ি ও থ্রি-পিস উপহার বিতরণ করেছে শ্রীনগর উপজেলা মহিলাদল।
গতকাল শনিবার সকাল ১১টায় বাঘড়া শ্রী শ্রী বাসুদেব জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের আহ্বায়ক আনজুমান রফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জের জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা ও সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা। উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনু, এসময় উপস্থিত ছিলেন,, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ,শ্রীনগর উপজেলা তাঁতি দলের সদস্য সচিব নুরুজ্জামান মাদবরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।