রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লার লাকসাম উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস-চেয়ারম্যান ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের যোগ্য প্রার্থী জননেতা ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি- পাল্লা প্রতীকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে ন্যায়নীতি, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে আসছেন। ড. সিদ্দিকী একাধারে একজন সফল ব্যবসায়ী ও শিক্ষিত ব্যক্তিত্ব, যিনি অর্জন করেছেন ডক্টরেট ডিগ্রি। তাঁর রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু হলো— গরীব, অসহায় ও মজলুম মানুষের পাশে দাঁড়ানো এবং ইসলাম প্রতিষ্ঠায় ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া।স্থানীয়রা জানান, তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তবে এলাকায় অন্যায়, অত্যাচার, জুলুম-নির্যাতনের অবসান হবে। সাধারণ মানুষ আবারো শান্তি ও ন্যায়ের সমাজ দেখতে পাবে।ইতোমধ্যে জামাতে ইসলামের নেতা-কর্মীরা দিন-রাত মাঠে থেকে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রামে গ্রামে দাড়ি- পাল্লা মার্কার পক্ষে জনমত তৈরি করতে সক্রিয় রয়েছেন তারা।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জ আসনে ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী এক শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছেন।