

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় সড়ক দখল করে অবৈধভাবে বসা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ৬ অবৈধ দোকাদারকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলমসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঢাকা- সিলেট মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। এ সড়ক দিয়ে ১২ টি জেলার মানুষ আসা যাওযা করে। দীর্ঘদিন ধরে এসড়কে ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকার মহাসড়ক দখল করে কিছু ব্যবসায়ী অবৈধভাবে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করে আসছে। এতে সড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বেশ কয়েকবার অভিযান চালিয়ে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবার একটি অসাদু চক্র টাকার বিনিময়ে সেগুলো আবার পুনরায় বসিয়ে সড়ক দখল করে ফেলছে।
রবিবার থেকে সড়ক দখল মুক্ত রাখতে স্থায়ীভাবে প্রশাসনের লোকজন এখানে নিয়মিত টহল দিবে।
এছাড়া সড়ক দখলমুক্ত রাখতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।