ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় আংগারিয়া ক্রিয়া সংঘ ১–০ গোলে আংগারিয়া এফসিকে পরাজিত করে শিরোপা জয় করে। আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহিদ হোসেন খানের সভাপতিত্বে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মো. নাসিম উদ্দিন আকন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা মো. কাজী গোলাম সরোয়ার স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মো. জুলহাস খলিফা এবং ব্যাংক কর্মকর্তা মো. গোলাম মাহফুজ টিটু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান যুবসমাজ খেলাধুলা থেকে সরে গিয়ে মাদকের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। কিন্তু আংগারিয়া যুবসমাজের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে সুস্থ পথে ফেরানো সম্ভব।” তিনি ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের উৎসাহিত করেন।
বিশেষ অতিথিরা বলেন, আংগারিয়া যুবসমাজকে ধন্যবাদ জানাই। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে আমরা সার্বিক সহযোগিতা করব।
আয়োজক কমিটির সদস্য মো. মেহেদী হাসান জানান, সবার সহযোগিতা ও উৎসাহেই এ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও খেলাধুলার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এলাকাবাসী জানান, সচরাচর এ ধরনের টুর্নামেন্ট আয়োজিত হয় না। তরুণরা যেনো মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হয়, সেজন্য এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।