নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ বুধবার (৮ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন।
সভায় উপস্থিত বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের নানাবিধ সমস্যা পুলিশ সুপারের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে সকল সমস্যা শ্রবণ করেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। পাশাপাশি অন্যান্য বিষয় দ্রুত সময়ে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের প্রতি নৈতিকতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও প্রশাসনিক দক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও সততা, বুদ্ধিমত্তা, নিরাপত্তা ও কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।