নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে আজ শনিবার (১১ অক্টোবর) শহরের শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয় এক “সম্প্রীতি সমাবেশ”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সাদেক হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান মুজিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্মল বড়ুয়া, জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী শহীদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মুজিবর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন,মনোবল বৃদ্ধির লক্ষ্যে সম্প্রীতির কোনো বিকল্প নেই। রাঙ্গামাটিতে ওলামা পরিষদের ঐক্য বিশেষভাবে প্রয়োজন। বিভেদ কমিয়ে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে একত্রে কাজ করতে হবে।
রাঙ্গামাটি একটি বৈচিত্র্যময় সমাজ—১৪টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই জেলার শ্রেণি বা জাতিগত বিভেদ যদি দূর না হয়, তাহলে এই বৈচিত্র্যই হানাহানিতে রূপ নিতে পারে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সব ধর্ম-বর্ণের মানুষকে একসাথে কাজ করতে হবে। ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।